Tuesday 10 November 2020

ICKE "Today's mighty oak is just yesterday's nut, that held its ground."

 







EGO DISSOLN 





##################################

আমরা একা থাকতে পারিনা,আঁকড়ে ধরতে চাই। আর মানুষকে যত আঁকড়ে ধরতে চাই মুঠো ভর্তি বালির মতো.... ততই তা হাত থেকে পিছলে যায়। এটাই বন্ধন। আত্মা স্বভাবতই মুক্ত... কিন্তু আমরা বন্ধনে জড়িয়ে আত্মাকে বিপরীত পথে চালনা করতে চাই, তাই কষ্ট পাই.... পাখি খাঁচায় কি আনন্দে থাকতে পারে? কিছুদিন পরেই তাই সেই সম্পর্কে দম আটকে আসে,ওটা যে খাঁচা !!
ঈশ্বর আনন্দময়। আমরাও আনন্দই খুঁজি। কিন্তু বন্ধনে আরাম থাকতে পারে, আনন্দ নয়।ক্ষণিকের সুখকেই আমরা আনন্দ ভেবে ক্রমশঃ বন্ধনে জড়িয়ে পড়ি।আরো আরো আরো... একটা পর আরেকটা।এইভাবেই বদ্ধজীব হয়ে জন্মাই,বদ্ধজীব হয়েই মৃত্যুবরণ করি।

ঈশ্বরকে ভালোবসতে পারা, সর্বদা সর্বত্র তাঁকে অনুভব করতে পারা.... এই আনন্দই হলো চিদানন্দ..!! " চিদানন্দ সিন্ধু তীরে প্রেমানন্দের লহরী..."!! আমাদের জীবনের উদ্দেশ্যে ঈশ্বরলাভ।অর্থাৎ নিজেকে নিজে জানা---আর এই জানার জন্য একা হতে হয়,একদম একা...তার মানে সন্ন্যাসী হওয়া নয়,সংসারে থেকেও একা থাকা যায়.....! বন্ধন মুক্ত ,মোহমুক্ত আর আসক্তিমুক্ত হয়ে।


##############################

"Today's mighty oak is just yesterday's nut, that held its ground."


############################

No comments:

Post a Comment