সে সময় হলিউডের নায়িকা অড্রে হেপবার্নের জনপ্রিয়তা তুঙ্গে। রোমান হলিডে বা ব্রেকফাস্ট অ্যাট টিফানিজ-এ কপালের উপরে ছোট করে কাটা চুল সারা পৃথিবীর চোখের মণি। ছিপছিপে নতুন মেয়েটি সেই স্টাইলকে নিয়ে এলেন আরব সাগরের তীরে। ছবির নাম ‘লভ ইন শিমলা’। কিছু দিনের মধ্যেই মাথায় বুফোঁর সঙ্গে কপালে ‘ফ্রিঞ্জ’ বলিউডের ঘরোয়া হয়ে গেল। নাম হল, ‘সাধনা কাট’।
ষাটের দশকের সেই স্টাইল-ঈশ্বরী সাধনা (৭৪) আজ ভোরে মারা গেলেন। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে গত কয়েক দিন ধরে ভর্তি ছিলেন। সেখানেই মৃত্যু হয় তাঁর।
গত বছর মুখে একটা ক্ষত হয়েছিল। ক্যানসার ধরা পড়ে। অস্ত্রোপচারও হয়। তবে তার অনেক আগে থেকেই সাধনা সরে গিয়েছিলেন আড়ালে। সত্তর দশকের মাঝামাঝির পর থেকে তাঁকে দেখা যেত না সে ভাবে। অল্প কয়েক জন বান্ধবী— নন্দা, ওয়াহিদা রহমান, হেলেন আর আশা পারেখ— ছাড়া কারও সঙ্গে কথা