Friday, 13 December 2024

DTH X ULTIMATE MERGE WITH GON

 A

মারাদোনা মারা যাওয়ার পরে গ্যারি লিনেকার এক আশ্চর্য স্মৃতিচারণ করেছিলেন। তাতে বলেছিলেন, একটি প্রদর্শনী ম্যাচের আগে মারাদোনা পায়ে বল নাচাতে নাচাতে ড্রেসিংরুম থেকে মাঠের সেন্টার সার্কলে পৌঁছন। তার পর বলটাকে মাটিতে না নামিয়েই হাই-কিক করে বহুতল-সমান উচ্চতায় পাঠান। বল নেমে আসার আগেই আবার হাই-কিক। পর পর তেরো বার। গোটা সময়টায় এর জন্য নিজের জায়গা থেকে বড়জোর দু’তিন পা নড়তে হয়েছিল মারাদোনাকে। পরে বার্সেলোনায় ফিরে গিয়ে লিনেকার আর তাঁর সতীর্থেরা মারাদোনার মতো করার চেষ্টা করেছিলেন। তিন বারের বেশি কেউ পারেননি। 


A



No comments:

Post a Comment